অবশেষে কলকাতা নাইট রাইডার্স একাদশে লিটন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৩, ০৯:০৬ পিএম

অবশেষে কলকাতা নাইট  রাইডার্স একাদশে লিটন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার লিটন দাসের অভিষেক হয়েছে। দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে লিটন খেলছেন।

বৃহস্পতিবার কেকেআরের ষষ্ঠ ম্যাচে সুযোগ পেলেন লিটন কুমার দাস। ক্রিজে নেমেই ওভারের চতুর্থ বল মোকাবিলা করে বাউন্ডারি হাঁকান।  পরে একই ওভারের পরের দুই বলে কোনো রান নিতে পারেননি। পরের ওভারের শেষ বলে স্ট্রাইকে এসে কট আউট হয়ে প্যাভেলিয়নে ফেরেন লিটন দাস।

বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের একাদশে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। 

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল বিকেলের ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ওইদিন সন্ধ্যার পর ভারতে গিয়ে পৌঁছান লিটন দাস। 

গত ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় কেকেআর। ওই ম্যাচে বাংলাদেশের আইপিএল ভক্তরা ধারণা করেছিলেন হায়দরাবাদের বিপক্ষে খেলবেন লিটন। তবে ওই ম্যাচেও তাকে মাঠে দেখা যায়নি।

এরপর, গত ১৬ এপ্রিল আইপিএল’র ১৬তম আসরে নিজেদের পঞ্চম ম্যাচেও লিটনকে মাঠে নামায়নি কেকেআর। বাংলাদেশের আইপিএল ভক্তরা আশায় থাকলেও দল ঘোষণার পর জানা যায় লিটন একাদশে নেই। অবশেষে ষষ্ঠ ম্যাচে একাদশে সুযোগ পেলেও মাত্র চার রান করে সাজ ঘরে ফেরেন বাংলাদেশের এই উউকেট কিপার ব্যাটসম্যান।

Link copied!