অবশেষে জয়বঞ্চিত ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ১১, ২০২১, ১০:৫৮ এএম

অবশেষে জয়বঞ্চিত ব্রাজিল

অবশেষে থামলো ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা ৯টি ম্যাচ জয়ের পর ড্র করেছে নেইমাররা। কলম্বিয়া জয়বঞ্চিত করেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। তাও আবার গোলশূন্য ড্র (০-০)।

নেইমার এই ম্যাচে খেলেছেন। কিন্তু কলম্বিয়ার গোলরক্ষক অসপিনা যেন এই ম্যাচে সুপারম্যান। তার দুর্দান্ত নৈপুণ্যে গোলও পেল না ব্রাজিলিয়ানরা। তবে দুটি দলই ভাল আক্রমণ চালিয়েছে। প্রতিটি আক্রমণ গোলপোস্টের আগেই নষ্ট হয়ে গেছে। সমান ৪টি করে শট ব্রাজিল ও কলম্বিয়ার অন টার্গেটে। 

১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল। আরো ৮টি ম্যাচ বাকি তাদের। এই অঞ্চলে ১০টি দল লড়াই করছে। সবাই ১৮টি করে ম্যাচ খেলবে। সেরা ৪টি দল সরাসরি কাতার বিশ্বকাপে যাবে। আর পঞ্চমস্থান অধিকার করা দল প্লে অফ খেলবে এশিয়ান বাছাইয়ের সঙ্গে। 

 

Link copied!