অলিম্পিকে আজ বাকীর পরীক্ষা

ক্রীড়া ডেস্ক

জুলাই ২৫, ২০২১, ১১:১১ এএম

অলিম্পিকে আজ বাকীর পরীক্ষা

দেশে ১০ মিটার এয়ার রাইফেলে অপ্রতিদ্বন্দ্বী তিনি। সেই আব্দুল্লাহ হেল বাকীর অলিম্পিক পরীক্ষা শুরু হচ্ছে আজ। আসাকা শুটিং রেঞ্জে বেলা ১টায় রাইফেল হাতে লড়বেন বাকী। কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম রুপা জেতেন বাকী।

২০১৪ সালের ২৫ জুলাই। দিনটি বাকীর জীবনে স্মরণীয় হয়ে আছে। ডান্ডির ব্যারি বাডন শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে উত্তেজনাপূর্ণ এক প্রতিযোগিতায় ইংল্যান্ডের ড্যান রিভার্সকে হারিয়ে দিয়ে রুপা জিতে নেন তিনি। পরে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসসহ টানা দুটি রুপা জেতার রেকর্ড এখন বাকীর দখলে।

এবার টোকিও অলিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেলেও রেঞ্জে নামার অপেক্ষায় বাকী। টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি। তাই অলিম্পিকে যেতে পারবেন কিনা, তা নিয়ে সংশয়ে ছিলেন দেশসেরা এই শুটারের। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বিশেষ ব্যবস্থায় পাওয়া সুযোগে (ওয়াইল্ড কার্ড) এবারের টোকিও অলিম্পিকেও খেলবেন তিনি।

Link copied!