অলিম্পিক গেমসে স্পেনকে ২-১ গোলে হারিয়ে আবারো স্বর্ণ জয় করেছে ব্রাজিল। গত ২০১৬ অলিম্পিকে নেইমারের হাত ধরে অলিম্পিক স্বর্ণ জয় করেছিল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ৪৫ মিনিটে ব্রাজিল লিড নিয়েছিল। সান্তোস কারনেইরো ডা কুনহা গোল করেন। ৩৮ মিনিটে রিচালিসন পেনাল্টি পেয়েও মিস করেছিলেন। ৬১ মিনিটে স্পেনের ইয়ারজাবেল গোলটি শোধ করে দেন। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হয়। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শুরু হয়।
অতিরিক্ত সময়ের ১৮ মিনিটে (১০৮) গোল করেন ব্রাজিলের ম্যালকম। আর এই গোলে ব্রাজিল ২-১ গোলে লিড নেয়। এভাবেই অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়। আর ব্রাজিল স্বর্ণ নিশ্চিত করে।