লর্ডস টেস্টের লাগাম হাতে নিতে চলেছে অস্ট্রেলিয়া। শুক্রবার অ্যাশেজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা ছিল। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৩০ রানে দিন শেষ করে। ২২১ রানে লিড হয়ে গেছে। আর হাতে এখনো ৮ উইকেটে রয়েছে তাদের।
উসমান খাজা ৫৮ ও স্টিভেন স্মিথ ৬ রানে অপরাজিত রয়েছেন। ওয়ার্নার ২৫ ও লাবুশেন ৩০ রানে সাজঘরে ফিরেছেন।
এর আগে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪১৬ রানে অলআউট হয় সফরকারী অস্ট্রেলিয়া। এতে প্রথম ইনিংস থেকে ৯১ রানের লিড পায় অস্ট্রেলিয়া।
আজ, তৃতীয় দিন গুটিয়ে যাওয়া ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৯৮ রান করেন ওপেনার বেন ডাকেট। এছাড়া হ্যারি ব্রুক ৫০, জ্যাক ক্রলি ৪৮, ওলি পোপ ৪২, অধিনায়ক বেন স্টোকস ১৭, জনি বেয়ারস্টো ১৬ ও স্টুয়ার্ট ব্রড ১২ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ৩টি, জশ হ্যাজেলউড-ট্রাভিস হেড ২টি করে এবং প্যাট কামিন্স-নাথান লিঁও-ক্যামেরুন গ্রিন ১টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে স্টিভেন স্মিথ ১১০, ডেভিড ওয়ার্নার ৬৬ ও মার্নাস লাবুশেন ৪৭ রান করেন। ইংল্যান্ডের ওলি রবিনসন-জশ টাং ৩টি করে উইকেট শিকার করেন।
বার্মিংহামের এজবাস্টনে প্রথম টেস্ট ২ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।