অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-০ তে লিড বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

আগস্ট ৫, ২০২১, ০৩:২৪ এএম

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-০ তে লিড বাংলাদেশের

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে আজ ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৫ ম্যাচের সিরিজে ২-০ তে লিড নিল টাইগাররা। ৬ আগস্ট তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। সেটা জিতলে প্রথমবারের মত সিরিজ জিতবে স্বাগতিকরা। 

বাংলাদেশ ১৮.৪ ওভারে জয় নিশ্চিত করে (১২৩/৫)। আফিফ ৩১ বলে ৩৭ ও নুরুল হাসান ২১ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। 

জয়ের জন্য ১২২ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। তারা বাংলাদেশকে চেপে ধরলেও কক্ষপথে ছিল টাইগাররা। সাকিব ২৬ ও মাহেদী ২৩ রান করেন। শেষে আফিফ ও নুরুল হাসান সোহান বাংলাদেশকে জয় এনে দেন। 

প্রথম টি-টোয়েন্ট ম্যাচে গতকাল ২৩ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়। এবার পরের ম্যাচেও জিতে গেল টাইগাররা। 

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে  শুরু থেকে আঁটসাঁট বোলিং করে অস্ট্রেলিয়াকে ১২১ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। টার্গেটে খেলতে নেমে ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

বাংলাদেশ যখন চাপে তখন ব্যাট হাতে ত্রাতা হয়ে আসেন আফিফ-নুরুল। আফিফ সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত ছিলেন। সঙ্গে সোহান ২২ রানে অপরাজিত  ছিলেন। এর আগে ১৭ বলে ২৬ রান করেছিলেন সাকিব। ২৪ বলে ২৩ রান করেন মেহেদী। মাহমুদউল্লাহ আউট হন ০ রানে।   

এর আগে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন মেহেদী হাসান। দুর্দান্ত বোলিং করে মোস্তাফিজুর রহমান। তিনি ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। মাঝে প্রতিরোধ গড়েছিলেন মার্শ-হ্যানরিকস। 

তাদের ৫৭ রানের জুটি ভেঙে স্বস্তি এনে দেন সাকিব। মার্শ সর্বোচ্চ ৪৫ রান করেন, আর হ্যানরিকসের ব্যাট থেকে আসে ৩০ রান। এই ম্যাচে অস্ট্রেলিয়া ডট বল খেলেছে ৫০টি। 

মোস্তাফিজ (৩ উইকেট) ছাড়াও দারুণ বোলিং করেন শরিফুল। তিনি ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ১২১ রান করে।

 

Link copied!