অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি বার্টি

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২২, ০৫:২৫ এএম

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি বার্টি

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নারী এককে  প্রথমবার  শিরোপা জিতলেন শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। প্রথমবারের মত ফাইনালে উঠেই বাজিমাত করলেন তিনি। ফাইনালের মঞ্চে সরাসরি সেটে ২৭তম বাছাই আমেরিকার ড্যানিলেয়ন কলিন্সকে হারিয়েছেন বার্টি। এর মাধ্যমে  ৪৪ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নিজ দেশে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়লেন বার্টি। ঘরের মাঠে ১৯৭৮ সালের পর প্রথম অজি হিসাবে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ২৫ বছর বয়সী বার্টি।

ফাইনালের মঞ্চে কলিন্সের বিপক্ষে বার্টিই ফেভারিট ছিলেন। কলিন্সের বিপক্ষে মুখোমুখি দেখায় ৪-১ ব্যবধানে এগিয়ে ছিলেন বার্টি। আজ সেটি প্রমান করতে মোটেও দেরি করেননি । প্রথম সেট দাপট দেখিয়ে ৬-৩ গেমে জেতেন বার্টি।

লড়াইয়ে ফিরতে পরের সেটে দারুন লড়াই করেন কলিন্স। হাল ছাড়েননি বার্টিও। এতে সেটটি টাইব্রেকারে গড়ায়। সেখানে আর বার্টির দৃঢ়তার সামনে দাঁড়াতে পারেননি কলিন্স। ১ ঘন্টা ২৭ মিনিট স্থায়ী ম্যাচে  ৭-৬ (৭/২) গেমে সেটটি জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি উঁচিয়ে ধরেন বার্টি। এবারের আসরে কোন সেট না হেরেই ট্রফি জিতে চওড়া হাসি হেসেছেন বার্টি। নিজের দেশে ট্রফি জয়ের অনুভূতি জানাতে গিয়ে ২৮ বছর বয়সী বার্টি বলেন, ‘আমি একটু ঘোরের মধ্যে আছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার আজকের অর্জনের পেছনে অনেক ভূমিকা রেখেছে। আমার স্বপ্ন সত্যি হলো। একজন অস্ট্রেলিয়ান হয়ে আমি সত্যিই গর্বিত। সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে।’

Link copied!