অস্ট্রেলিয়া ক্রিকেটের (সিএ) প্রধান নির্বাচক ট্রেভর হনস দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। বর্তমানে জাতীয় দল বাংলাদেশ সফরে রয়েছে। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে তারা।
হনসের দায়িত্ব ছাড়ার ঘটনায় সবাই বেশ বিস্ময় প্রকাশ করেছেন। তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে সফল মানুষ। ১৯৯৫ সালের পর ২ দফায় ১৬ বছর প্রধান নির্বাচক ছিলেন তিনি। হঠাৎ কি এমন ঘটলো যে দায়িত্ব ছাড়তে হলো? এজন্য গুঞ্জন চলছে।
অস্ট্রেলিয়া ১৯৯৯ ও ২০০৩ সালে বিশ্বকাপ জেতে। সেসময় তিনিই প্রধান নির্বাচক ছিলেন।