অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু, রেকর্ড ভাঙলেন ইমরান-সুমাইয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২২, ০২:৩৫ এএম

অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু, রেকর্ড ভাঙলেন ইমরান-সুমাইয়া

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৫তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার প্রথম দিনে (৩ জানুয়ারি) নতুন দ্রুততম মানব-মানবী পেয়েছে বাংলাদেশের অ্যাথলেটিকস।

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ গেমসের দ্রুত মানব নৌবাহিনীর মো. ইসমাইলকে পেছনে ফেলে ১০.৫০ সেকেন্ডে সোনা জিতে নেন সেনাবাহিনীর হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া ইমরান ৷ ১০.৬৬ সেকেন্ডে এই ইভেন্টে রুপা জিতেছেন নৌবাহিনীর রাকিবুল ইসলাম। সদ্য সাবেক দ্রুত মানব ইসমাইল ১০.৬৯ সেকেন্ডে জিতেছেন ব্রোঞ্জ। 

নারীদের ইভেন্টে শিরিন আক্তারের সাত বছরের দাপট ভেঙ্গেছেন বিকেএসপির ছাত্রী সুমাইয়া দেওয়ান। জুনিয়র পর্যায়ে সব ইভেন্টে সোনাজয়ী ১৭ বছরের কিশোরী সুমাইয়া বাজিমাত করেছেন বড়দের ইভেন্টেও।

ইলেকট্রনিক্স টাইমিংয়ে ১২.৩২ সেকেন্ড সময়ে সোনা জিতেছেন সুমাইয়া। আগের আসরে সোনাজয়ী নৌবাহিনীর শিরিন ১২.৩৬ সেকেন্ডে জিতেছেন রুপা। ১২.৫৪ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর শরিফা খাতুন।

সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আশরাফ আলী খান খসরু এম.পি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজাসহ অনেকে।

Link copied!