১৬তম আসরের শুরু থেকেই খেলতে পারবেন বাংলাদেশি ক্রিকেটাররা। এজন্য আইপিএলে যাওয়ার প্রস্তুতি নিতে গতকাল (২৯ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষেই ঢাকায় ফিরেছেন সাকিব-লিটন-মুস্তাফিজ।
এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে ক্রিকেটারদের চায় বোর্ড। এজন্য শুরুর দিকে আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন না সাকিব-লিটনরা। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে, ক্রিকেটারদের প্রতি নিজেদের অনড় সিদ্ধান্ত থেকে নাকি সরে এসেছে বিসিবি।
আগামী ৩১ মার্চ শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মেগা এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো খেলার কথা রয়েছে তিন ক্রিকেটারের। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি প্রথমবারের মতো দল পেয়েছেন টাইগার ওপেনার লিটন দাস।