আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে বসছে ১৪তম আইপিএলের জন্য ক্রিকেটারদের নিলাম। এদিন সবমিলিয়ে ২৯২জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে। চূড়ান্তভাবে জানা যাবে এবার কে কোন দলের হয়ে খেলছেন।
আইপিএলের আয়োজকরা জানান, এবারের আসরের জন্য ৮ জন বিদেশি ক্রিকেটার ও ২ জন ভারতীয় ক্রিকেটারের নাম দুই কোটি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন। অর্থাৎ নিলামে তাদের কিনতে গেলে কমপক্ষে দুই কোটি টাকা দিতে হবে ফ্র্যাঞ্চাইজগুলিকে।
দেড় কোটির ভিত্তিমূল্য নিয়ে নিলামে যাচ্ছেন ১২ জন ক্রিকেটার। আর ১ কোটির ভিত্তিমূল্যে থাকা ক্রিকেটার রয়েছেন ১১ জন।
দুই কোটি ভিত্তিমূল্যের তালিকায় থাকা ৮ ক্রিকেটার হলেন- স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড ও বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। এছাড়া দুই ভারতীয় ক্রিকেটার হলেন হরভজন সিং ও কেদার যাদব।
আইপিএলের এবারের আসরে অংশ নিতে প্রাথমিকভাবে ১০৯৭ জন দেশি-বিদেশি ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিল। এরপর দলগুলির দেওয়া শর্টলিস্ট অনুযায়ী ২৯২জনকে নিলামের জন্য নির্বাচিত করা হয়েছে। এরমধ্যে ১৬৪জন ভারতীয়, ৩ জন অ্যাসোসিয়েট দেশের এবং অপর ১২৫ জন বিদেশি খেলোয়াড়।
এদের মধ্যে দলে জায়গা করে নেওয়ার দৌড়ে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল এবং সাকিব আল হাসান এগিয়ে রয়েছে জানান ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
নিলামে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার হলেন দিলীপ দোশীর ছেলে ৪২ বছর বয়সী নয়ন দোশী। সবচেয়ে কম বয়সী খেলোযাড় আফগানিস্তানের ১৬ বছর বয়সী নূর আহমেদ। এছাড়া সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুনও আছেন নিলামে।