আইপিএলে ধোনির চেন্নাই চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ১৬, ২০২১, ০৫:৪৯ এএম

আইপিএলে ধোনির চেন্নাই চ্যাম্পিয়ন

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতল আবার। এটা তার চতুর্থ আইপিএল শিরোপা। এই আসরে সবচেয়ে বয়স্ক দলটি প্রমাণ করেছে অভিজ্ঞতার জয় সবসময়। ২৭ রানে জিতে শিরোপা নিশ্চিত করেছে চেন্নাই। 

বাংলাদেশের সাকিব আল হাসান কলকাতার দলে জায়গা পেয়েছিলেন। বোলিংয়ে ৩ ওভারে ৩৩ রান দিয়েছেন। আর ছিলেন উইকেটশূন্য। আর ব্যাটিংয়ে কোনো রানই করতে পারেননি। কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে তিনি মাসকট যাবেন। 

চেন্নাই প্রথমেই ম্যাচ নিজেদের নিয়ে নেয়। কলকাতার অধিনায়ক মরগ্যান টস জিতে ফিল্ডিং নেন। ১৯৩ রান টার্গেট ছিল। জবাবে সুবিধা করতে পারেনি কলকাতা। ম্যাচ শেষ হওয়ার আগেই তারা ছিটকে পরে ম্যাচ থেকে। যদিও ওপেনিং জুটি আশা জাগাচ্ছিল। ৯১ রানের জুটি ছিল আয়ার (৫০) ও গিলের (৫১)। অধিনায়ক মরগ্যান আবারো ব্যর্থ (৪)। শারদুল ঠাকুর ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট জাদেজা ও হ্যাজলউডের। 

এর আগে ব্যাট করতে নেমে চেন্নাই আগ্রাসী ব্যাট করেছিল। প্লেসিস ৫৯ বলে ৮৬ রান করেন। ৭টি চার ও ৩টি ছক্কা ছিল ইনিংসে। আর গায়কোয়াড় ৩২, উথাপ্পা ৩১ এবং মইন আলি ৩৭ রান করেন। নারিন ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন। 

 

Link copied!