আইপিএলের গত মরশুমে সাউথ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল ১০ কোটি রুপি দিয়ে৷ আর এবারে তাকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন রাজস্থান রয়্যালস।
নিলামে মরিসের ভিত্তিমূল্য ছিলো মাত্র ৭৫ লাখ রুপি। সেখান থেকে কয়েক দলের টানাটানিতে শেষ পর্যন্ত দাম গিয়ে ঠেকেছে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে।
আইপিএলের গত মরশুমের পরে একটি ম্যাচও খেলেননি এ ক্রিকেটার। তারপরও কেন তিনি এত দামে উঠলেন! ভারতীয় গণমাধ্যম বলছে, গত আইপিএলের শেষ দিকে পারফরম্যান্সের দিক থেকে নজর কেড়েছিলেন ক্রিস মরিস। আর তারই পুরস্কার হিসেবে এবার এ দরে উঠেছেন। প্রোটিয়া এই অলরাউন্ডারের জন্য ঝাঁপিয়ে ছিল পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস৷ আর এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসেও সর্বোচ্চ দর হাঁকালেন সাউথ আফ্রিকার এ অলরাউন্ডার।
আইপিএলে এখনও পর্যন্ত ৭০ ম্যাচ খেলে সর্বমোট ৫৫১ রান করেছেন মরিস। আর উইকেট নিয়েছেন ৮০টি। এছাড়া বল হাতেও কার্যকরি ভূমিকা নিতে পারেন।
রাজস্থান রয়্যালস মরিসকে কেনার বিষয়টি নিশ্চিত করেই টুইটারে লিখেন, ‘আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার একজন রয়্যালস। ওয়েলকম ক্রিস মরিস।’
এবার নিলামের শুরুতেই ম্যাক্সওয়েলকে নিয়ে টানাটানি শুরু হয় চেন্নাই ও ব্যাঙ্গালোরের মধ্যে। ম্যাক্সওয়েল ১৪ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হওয়ার পর ধরে নেওয়া হচ্ছিল তিনিই এবার সবথেকে দামি ক্রিকেটার হতে পারেন। তবে কার্যত লটারি লাগে মরিসের। তিনি ছাপিয়ে যান ম্যাক্সওয়েলকেও।
শেষমেশ আইপিএলের ইতিহাসে নিলামে বিক্রি হওয়া সবথেকে দামি ক্রিকেটারে পরিণত হলেন মরিস। তাকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। তিনি যুবরাজ সিংয়ের ১৬ কোটি রুপির রেকর্ড ভেঙে দেন। এতদিন যুবরাজ ছিলেন আইপিএল নিলামে বিক্রি হওয়া সবথেকে দামি ক্রিকেটার।
উল্লেখ্য, গতবার আইপিএলে মরিসের দাম ছিল ১০ কোটি রুপি। এবার তার থেকে ৬ কোটি ২৫ লাখ রুপি বেশি পেলেন তিনি। এবার মরিসের বেস প্রাইস ছিল ৭৫ লাখ রুপি।