গ্যাবনের ফুটবলার তিনি। চলতি বছর আর্সেনাল থেকে বার্সেলোনায় এসেছেন। আর এসেই গোলের পর গোল করে চলেছেন তিনি। ক্যারিয়ারে প্রথমবার এল ক্ল্যাসিকো খেলতে নেমে করলেন বাজিমাত। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে নিয়ে করলেন ছেলেখেলা। লা লিগার ম্যাচে ৪-০ গোলে বার্সেলোনা হারাল রিয়াল মাদ্রিদকে। আউবামিয়াং জোড়া গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন একটি। আরো গোল নামের পাশে যুক্ত হতো। কিন্তু ভাগ্য সহায় হয়নি। আর বদলি হিসেবে নেমে গেছেন খেলা শেষ হওয়ার আগেই । বার্সেলোনায় যোগ দিয়ে ১১ ম্যাচে তিনি করেছেন ৯ গোল।
২৯ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৫৭। এখনো ৯ পয়েন্টের লিড রিয়াল মাদ্রিদের। অন্যদিকে বার্সেলোনা ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে অবস্থান করছে।
করিম বেনজেমাকে ছাড়া খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। আগের ৫ এল ক্ল্যাসিকো লস ব্লাঙ্কোসরা জিতেছিল। আবার বার্সেলোনা ১১ ম্যাচে অপরাজিত থেকে খেলতে এসেছিল।
ম্যাচের ২৯ মিনিটে উসমান ডেম্বেলের ক্রস থেকে দারুণ হেডে গোল করে বার্সেলোনাকে ১-০ গোলে এগিয়ে দেন আউবামিয়াং। ৩৮ মিনিটে আবারো ডেম্বেলের ক্রস থেকে হেডে গোল করেন আরাজু। প্রথমার্ধ শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
দ্বিতীয়ার্ধে আবারো আক্রমণে পাগল করে ফেলে রিয়াল মাদ্রিদকে। ৪৭ মিনিটে আউবামিয়াংয়ের দারুণ পাসে গোল করেন ফেরেন তোরেস। ৫১ মিনিটে আবার তোরেসের পাস থেকে গোল করে আউবামিয়াং স্কোরলাইন করে ফেলেন ৪-০। আর এই স্কোরেই শেষ হয় ম্যাচ।