৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৮ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি শেষে পরশু সকালে নিউজিল্যন্ডের ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চে পৌঁছে সাত দিনের কোয়ারেন্টিন সেশন শুরু করেছে টাইগাররা। কোয়ারেন্টাইন শেষে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেই একত্রে অনুশীলন শুরু করবে মোমিনুল-মুশফিক-তাসকিনরা।
আজ তারা হোটেলের বাইরে হালকা যেতে পেরেছে। তবে দূরত্ব বজায় রেখে চলাফেরা করেছেন। অবশ্য সেটাও হোটেল রুমের সামনে ছোট বাগানে। আবার তারা রুমে ফিরবে। এবং সেখানে ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করবেন।
আগামী বছরের ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।