আজ পুরনো ভুল করবে না বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২১, ০২:৫৪ এএম

আজ পুরনো ভুল করবে না বাংলাদেশ

 

অজিদের বিপক্ষে ইতিহাসের প্রথম জয় পেয়ে গেলো বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ সামনে। ২৪ ঘন্টা পেরোনোর আগেই মাঠে নামবে বাংলাদেশ। মাহমুদুল্লাহ জানালেন, তারা আক্রমণাত্মক মানসিকতা নিয়েই লড়বেন। আজ সন্ধ্যা ৬টায় ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি রয়েছে।  

বাংলাদেশ মাত্র ১৩১ রান করে, এমন রান করে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লড়াই সহজ না। মাহমুদউল্লাহ সেই বিশ্বাস  নিয়ে মাঠে নেমে এনে দিয়েছেন জয়। কিছু ছোটখাটো ভুল থাকলেও তা আগামী (আজ) ম্যাচে শুধরাতে চান। 

প্রথম ম্যাচ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক।  মাহমুদউল্লাহ বলেন, 'ইনিংসের মাঝপথে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি যে আমরা ১০ রান কম তুলেছি স্কোরবোর্ডে সুতরাং আমাদের ফিল্ডিংটা ভালো হতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা দেখাতে হবে। ছোট পুঁজি ডিফেন্ড করতে গেলে আপনাকে ঠিক এটাই করতে হবে এবং আক্রমণাত্মক মানসিকতা রাখতে হবে।'

 আজ দ্বিতীয় ম্যাচে পুরনো ভুল করতে চান না তিনি। মাহমুদউল্লাহ বলেন, 'তারা বেশ ভালো প্রতিপক্ষ এবং আগামী ম্যাচে আমাদের আজকের ভুলগুলো শুধরাতে হবে। ক্ষুধার্ত হয়ে বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচই জেতার তাড়না থাকতে হবে। আমরা এখনই সবকিছু শেষ করেছি এমন নয়, এটা মাত্র একটা ম্যাচ ছিল এবং আমরা জিতেছি আর এটা এখানেই শেষ, আগামীকালের (আজ) ম্যাচের দিকে তাকিয়ে আছি।'

Link copied!