আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানালেন রজার ফেদেরার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৮:৩৩ পিএম

আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানালেন রজার ফেদেরার

ল্যাভার কাপ শেষে টেনিস কোর্টে আর দেখা যাবে না। নিজের টুইটারে দেওয়া এক পোস্টে টেনিসকে বিদায় জানিয়েছেন এই টেনিস লেজেন্ড।বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই অবসরের ঘোষণা দেন রজার ফেদেরার।

আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্টিত হতে যাচ্ছে ল্যাভার কাপ। এই টুর্নামেন্টই হতে চলেছে ৪১ বছর বয়সী ফেদেরারের সর্বশেষ পেশাদার টুর্নামেন্ট। 

রজার ফেদেরারের এই ঘোষণায় ২৪ বছরের বর্ণময় কেরিয়ারের অবসান ঘটল। সব মিলিয়ে ২০টা গ্র্যান্ড স্লাম জিতেছেন। অপর বিখ্যাত টেনিস খেলোয়াড় রাফায়েল নাদালের সঙ্গে খেলেছেন এক-একটা ঐতিহাসিক ম্যাচ। সেসব অতীত করে  ‘সাবেক’ হতে চলেছেন এই টেনিসের রাজা।

চোট-ইনজুরি যেনো রজার ফেদেরারের সমার্থক শব্দ। বারবার ইচ্ছে প্রকাশ করেছেন, ঠিক ফিরে আসবেন। প্রত্যাবর্তনের সেই মঞ্চে সাফল্যের মুকুট পরে আবার উঠে দাঁড়াবেন রাজা। গত দেড় বছরে একাধিকবার চোট নিয়ে আলোচনা হয়েছে। ফিটনেস ফিরে পেতে জিমেও যাওয়া শুরু করেন।

সাদা হাফপ্যান্ট আর সাদা টি-শার্ট পরে যে কোনও দিন আবার টেনিস কোর্টে নেমে পড়বেন। সেই ঘাতক সার্ভিস কিংবা ধারালো স্ম্যাশ বেরিয়ে আসবে। গ্যালারি উচ্ছ্বসিত হবে তাঁকে নিয়ে। তাকে নিয়ে কিছু স্ক্রিপ্ট আগাম লেখা হয়ে যায়। কিন্তু জীবন যে স্ক্রিপ্ট মেনে চলে না, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।

 ২০ বারের গ্রান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার বলেন, “আমার টেনিস পরিবার ও পরিবারের  বাইরে যারা আছেন। বছরের পর বছর ধরে টেনিস আমাকে যে সব উপহার দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় নিঃসন্দেহে, সেসব মানুষ যাদের সঙ্গে আমি দেখা করেছি: আমার বন্ধুরা, আমার প্রতিযোগীরা এবং বেশিরভাগ ভক্ত যারা খেলাটিকে প্রাণ দিয়েছেন,  আজ আমি আপনাদের সবার সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই।”

টুইট বার্তায় রজার বলেন, “আপনারা হয়তো অনেকেই জানেন, গত তিন বছর ধরে আমাকে আঘাত ও অস্ত্রোপচারের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আমি সম্পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছি। তবে আমি আমার শরীরের ক্ষমতা ও সীমা সম্পর্কে ভাল করেই জানি।  বর্তমানে আমার কাছে এটি স্পষ্ট হয়েছে।” 

নিজের বয়স ৪১ বছর উল্লেখ করে এই টেনিস লেজেন্ড বলেন, “গত ২৪ বছরে আমি দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছি। টেনিস থেকে আমার কল্পনার চেয়ে বেশি পেয়েছি। এখন আমার ক্যারিয়ার শেষ করার সময় হয়ে গেছে। আসছে সপ্তাহে লন্ডনের ল্যাভার কাপ হবে আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতে হয়তো আমি অবশ্যই আরও টেনিস খেলব, কিন্তু কোনো গ্রান্ড স্ল্যাম কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়।”

Link copied!