আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২২, ১২:৫৪ এএম

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা

 

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ ও মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচের সূচি। এই হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশের লড়াই। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। সিলেটে তারা কন্ডিশনিং ক্যাম্প করবে।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি। আফগানদের বিপক্ষে হোম সিরিজে চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও মিরপুরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

চট্টগ্রামে তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। মিরপুরে ৩ ও ৫ মার্চ দুটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ১১ টায়।

Link copied!