আজিজুল্লাহ ফজলিকেই ফের আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হল। রোববার (২২ আগস্ট) টুইট করে এমনটাই জানা হয় বোর্ডের তরফে।
আফগান ক্রিকেট বোর্ড এক টুইটবার্তায় জানায়, ‘আজিজুল্লাহ ফজলিকেই ফের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী দিনে তার নেতৃত্বেই সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আফগানিস্তান।’
আফগান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা হিকমাত হাসান বলেন, ‘ক্রিকেট খেলা নিয়ে তালেবানের কোনো অসুবিধা নেই। আমাদের মতো করেই কাজ করতে বলেছে তারা।’ তবে ছেলেদের ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা না থাকলেও, মেয়েদের ক্রিকেট নিয়ে রয়েছে। এখনো সেই বিষয়ে কোনো কিছু জানা যায়নি।
তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির ক্রিকেটে এটাই প্রথম ও বড় পরিবর্তন। রোববার তাদের সঙ্গে ক্রিকেট বোর্ডের সভা হয়। এরপরই আসে এই ঘোষণা।
২০১৮ সালের সেপ্টেম্বরে আতিফ মশালের পদত্যাগের পর এসিবির চেয়ারম্যানের দায়িত্ব পান ফজলি। ২০১৯ বিশ্বকাপে আফগানদের বাজে পারফরম্যান্সের পরই জুলাইয়ে তাকে সরিয়ে দেওয়া হয় এই পদ থেকে।
দুই বছর পর আবারও চেয়ারম্যান হিসেবে বোর্ডে ফিরলেন ফজলি। ফারহান ইউসুফজাইয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।