আবারও বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব পাচ্ছেন আলোচিত সাবেক কোচ জেমি সিডন্স। তবে এবার প্রধার কোচ হিসেবে নয় আসছেন দলের ব্যাটিং পরামর্শক হিসেবে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এই তথ্য জানানো হয়।
জেমি সিডন্স শুরু করবেন আগামী বছরের ফেব্রুয়ারি থেকে।
আগে থেকেই শোনা যাচ্ছিল বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হয়ে আসছেন জেমি সিডন্স। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে এল এই ঘোষণা। সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিডন্স। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মাঝে কয়েকবার দলের প্রধান কোচ হিসেবে তার নাম শোনা গেলেও সেটি আর হয়নি। এবার এলেন ব্যাটিং পরামর্শক হয়ে।
৫৭ বছর বয়সী জেমি সিডন্স আন্তর্জাতিক ক্রিকেটে নামের প্রতি সুবিচার করতে না পারলেও অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে ছিলেন পরিচিত মুখ। সেখানে ৩৫টি সেঞ্চুরি আর ৫৩ হাফ সেঞ্চুরিতে ১১ হাজারের বেশি (১১৫৮৭) রান রয়েছে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন একটি ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ১৯৮৮ সালে ওয়ানডেতে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন সিডন্স।