আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২১, ০৭:২০ পিএম

আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

ভারত থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। আর বিশ্বকাপ আয়োজন হতে পারে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। ভারত ২৮ জুন পর্যন্ত সময় চেয়েছিল। কিন্তু বোধহয় হচ্ছে না। ওমান এর আগে কখনও ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেনি। আইসিসি করোনা মহামারীর জন্য সহযোগী দেশগুলোকেও সুযোগ দেবে ভেবেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে দুবাই, আবুধাবী ও শারজাকে প্রস্তুত রাখা হচ্ছিল। এবার ওমানের মাস্কাটকে তৈরী করা হবে শোনা যাচ্ছে।

চলতি বছরের অক্টোবরে বিশ্বকাপ শুরু হবে। আর সেটা চলবে নভেম্বর পর্যন্ত। ১ জুন আইসিসির নির্বাহী কমিটির মিটিং ছিল। সেখানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী সময় চেয়েছিলেন। আর সেটা ২৮ জুন পর্যন্ত। কিন্তু সে পর্যন্ত আইসিসি পারছে না। খুব দ্রুতই অফিসিয়াল সিদ্ধান্ত জানাতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 

ভারতে করোনা পরিস্থিতি ভাল না। আর এই পরিস্থিতিতে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর হওয়ার কথা থাকলেও সেটা ২০২২ সালে চলে গেছে। এবার ভারত ২০২১ আয়োজন করতে গিয়েও ব্যর্থ হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও তাদের মধ্য পর্যায়ে বন্ধ করে দেওয়া হয়।

Link copied!