আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া: কার কেমন শক্তি, সম্ভাবনা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২২, ০৩:৩০ পিএম

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া: কার কেমন শক্তি, সম্ভাবনা

চলতি কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই লড়াইয়ে কে এগিয়ে? কার জেতার সম্ভাবনা বেশি?

আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। যেখানে দুদলের জয়ই দুটি করে। একটি ম্যাচ ড্র হয়েছে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের সবশেষ দেখায় ৩-০ গোলে জিতেছিল ইউরোপের দেশটি। পাঁচবারের দেখায় দুদলের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে ক্রোয়াটরা। তাদের ৬ গোলের বিপরীতে আলবিসেলেস্তেদের গোল ৫টি।

পরিসংখ্যান অনুযায়ী, পাঁচবারের মুখোমুখি দেখায় সমানে সমান দল দুটি। লে আলবিসেলেস্তেদের দুই জয়ের বিপরীতে ক্রোয়াটরাও জিতেছে দুটি ম্যাচ, ড্র হয়েছে একটি ম্যাচ।

বিশ্বকাপের মঞ্চেও সমানে সমান দল দুটি। বিশ্ব আসরে এর আগে দুইবার দেখায় ক্রোয়েশিয়া একটি ম্যাচ জিতেছে, আর্জেন্টিনাও একটি। তবে সবশেষ দুই দলের দেখায় জয় পেয়েছিল ক্রোয়াটরা। ২০১৮ সালের বিশ্বকাপে আলবিসেলেস্তেদের ৩-০ গোলে হারায় ক্রোয়েশিয়া।

Link copied!