দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসান যাবেন কিনা সেটা নিয়ে সংশয় কাটছেই না। যদিও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, সাকিব খেলবেন। আজ রাজধানীর তেজগাঁওয়ে একটি শো রুম উদ্বোধন করেছেন বাংলাদেশের অলরাউন্ডার। সেখানেই তার কাছে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্টে খেলার ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তিনি হাসি মুখে প্রশ্ন এড়িয়ে বলেন,‘ আসেন নাস্তা করি।’ তবে কি টেস্টে পাওয়া যাবে না সাকিবকে?
১২ মার্চ দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। ৫ সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবেন টাইগাররা। ১৮ মার্চ সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজ। বাকি দুটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২০ মার্চ জোহানেসবার্গ ও ২৩ মার্চ সেঞ্চুরিয়ন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শুরু হবে ৩১ মার্চ, ডারবানে। ৮ এপ্রিল, কবেরায় দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।
সোমবার বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘ সাকিব একটা চিঠি দিয়েছিল যে, ৬ মাসের জন্য খেলবে না। টেস্ট থেকে অব্যাহতি চেয়েছিল। কিন্তু সেটা আইপিএল নিলামের আগে। এরপর আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছিল সে শ্রীলঙ্কা সিরিজে খেলবে, দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলার কথা ছিল না। এখন আইপিএলে যেহেতু যাচ্ছে না, পরিস্থিতি বদলে গেছে। সে বলেছে, এই ওয়ানডে সিরিজের পরই প্রেসিডেন্ট স্যারের সঙ্গে বসবে, কথা বলবে।’