ইনজুরিতে ইবাদত, সংশয় নেই শ্রীলঙ্কা সিরিজে

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ২২, ২০২২, ০১:৩৯ এএম

ইনজুরিতে ইবাদত, সংশয় নেই শ্রীলঙ্কা সিরিজে

ইবাদত হোসেনের ডান হাতের দুটি আঙুলের মাঝে ফেটে গেছে। তাতে শেখ জামাল ধানমন্ডিতে খেলা এই ক্রিকেটার ছিটকে গেছেন চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে  এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, 'ডান হাতের দুই আঙুলের মাঝখানে ফেটে গেছে। তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে সেটা জানাবে। তার ওপর নির্ভর করবে কবে মাঠে ফিরবে। আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সমস্যা হওয়ার কথা না।' 

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ রূপগঞ্জ টাইগার্স-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচে ইনজুরিতে পড়েন ইবাদত। ৪৯তম ওভারের প্রথম বলে নাসুম আহমেদের ফিরতি শট ধরতে গিয়ে আঘাত পান। এরপর তিনি মাঠ ছেড়ে চলে যান। 

এই ম্যাচে ইবাদত ৭.১ ওভার বোলিং করে ৩৫ রান দেন। চলতি আসরে এটি তার দ্বিতীয় ম্যাচ ছিল। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর তিনি ঢাকা লিগ খেলতে নেমেছিলেন। কিন্তু সুপার লিগে খেলার শুরুতেই শেষ ইবাদতের খেলা। 

এই ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে রূপগঞ্জ টাইগার্স। ২৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮১ রানে ৫ উইকেট হারায় শেখ জামাল। এরপর দলের হার ধরেন নুরুল হাসান সোহান-মেহেদী হাসান মিরাজ।

Link copied!