ইনিংসের ৩৬তম ওভারে শফিকুল ইসলামকে ডিপ এক্সট্রা কাভারে ঠেলে দিয়ে সিঙ্গেল নেন এনামুল হক বিজয়। পেয়ে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। এর ৫ ওভার পরেই নাসির হোসেন বিজয়ের পথে হাঁটেন। ফরহাদ রেজাকে পয়েন্টে চার মেরে এক লাফে পৌঁছে যান ৯৮ থেকে ১০২ রানে।
শুক্রবার বিকেএসপির ৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে রানের ফোয়ারা ছোটাচ্ছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই দুই ব্যাটসম্যান। দুজনের জোড়া সেঞ্চুরিতে ৪২ ওভারে ৩ উইকেটে ২৬৫ রান তুলে ফেলেছে প্রাইম ব্যাংক।
ওপেনিংয়ে নামা বিজয় ৬টি করে চার-ছয়ে ১০৮ বলে দেখা পান সেঞ্চুরির। এর আগে হাফ সেঞ্চুরি করেন ৫৯ বলে। নব্বইয়ের ঘরে যাওয়ার পর কিছুটা ধীরে সুস্থে খেলেন। তবে সেঞ্চুরি পেতে বেগ পেতে হয়নি। বিপিএলেও ধারবাহিক খেলা বিজয় প্রথম ম্যাচেও সর্বোচ্চ ৬০ রান করেছিলেন। আর আজ সেঞ্চুরি। শেষ পর্যন্ত থামেন ১২৫ বলে ১২৭ রান করে।
অন্যদিকে, নাসিরও খেলছেন দারুণ এক ইনিংস। ওপেনার শাহাদাত হোসেন দিপু ০ রানে ফেরায় ব্যাটিংয়ে আসেন শুরুতেই। বিজয়ের সঙ্গে জুটি গড়ে ৪৯ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। সেই হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রুপান্তর করেন ১০০ বলে।
নাসিরের শতকের ইনিংসে চারের মার ছিল ১৩টি আর ছয়ের মার ২টি। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১০৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন।