ইন্দোনেশিয়ায় নাফিসার ব্রোঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৯:১৯ পিএম

ইন্দোনেশিয়ায় নাফিসার ব্রোঞ্জ

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক শ্যুটিং প্রতিযোগিতা চলছে। বাংলাদেশের কয়েকজন প্রতিযোগী সেখানে গিয়েছেন। আজ মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের নাফিশা তাবাসসুম ব্রেঞ্জ জিতেছেন। তিনি হয়েছেন তৃতীয়। 

২০২১ সালে বাংলাদেশ গেমসে তার এই ইভেন্টে স্বর্ণ ছিল। এই আসরে আরো আরো কয়েকজন বাংলাদেশী শ্যুটার রয়েছেন। এই প্রতিযোগিতা চলছে। আরো কিছু ইভেন্ট রয়েছে। 

জাকার্তা গ্রাঁ প্রিঁর ১০ মিটার এয়ার রাইফেলের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দুই শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান। বুধবার কোয়ালিফিকেশন রাউন্ডে শোভন ৬২০.৮ স্কোর করে সেমিফাইনাল-১ এ উঠেন। ৬২০.৩ স্কোর করে সেমিফাইনাল-২ এ উঠেন রাব্বি হাসান। আট জন শুটার সেমিফাইনাল নিশ্চিত করেছেন। যার মধ্যে শোভন পঞ্চম এবং রাব্বি ষষ্ঠ হন। আজ এই ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

Link copied!