সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে আগের দিন (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) দক্ষিণ এশিয়া ও বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বিপুল উৎসাহ আর উদ্দীপনায় ঈদের আনন্দে মেতেছেন সবাই। ক্রীড়াঙ্গনের তারকারাও বাদ যায়নি।
জাতীয় ক্রিকেটের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান গ্রামের বাড়ি মাগুরায় ঈদ উদযাপন করছেন।এ সময় তিনি দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সাকিব আল হাসান দীর্ঘদিন পর এবার মাগুরায় ঈদ করছেন। ২০১৭ সালে সবশেষ নিজ শহরে ঈদ করেছিলেন তিনি। আইপিএলে না যাওয়ায় ও ছুটি থাকার কারণে এবার মা–বাবার সঙ্গে ঈদ করছেন বিশ্বের এই নাম্বার ওয়ান অলরাউন্ডার। গত বৃহস্পতিবার বিকেলে তিনি মাগুরায় আসেন। ঈদ শেষে তিনি যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে যাবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফী বিন মোর্ত্তজা রয়েছেন সৌদি আরবে। মুশফিক হেলিকপ্টারে চড়ে রাজধানী ছেড়ে বগুড়া গেছেন। সেখানে ঈদের নামাজ আদায় শেষে আয়ারল্যান্ড সিরিজের জন্য দোয়া চেয়েছেন এই ব্যাটসম্যান।
আর্চার রোমান সানা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে জানান, ইদের গুরুত্ব কি। অপরদিকে, করিম বেনজেমা ও সাদিও মানে সাদা জুব্বা গায়ে চড়িয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।