শ্রীলংকার দুঃস্বপ্ন পেছনে ফেলে নতুন স্বপ্ন নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল সন্ধ্যায় প্রথম বহরে দেশ ছাড়লেন ৬ ক্রিকেটার। রাতে ভিন্ন ফাইটে যাচ্ছেন মুমিনুল হক।
আজ ও আগামীকাল অ্যান্টিগার উদ্দেশে রওনা হবেন টেস্ট স্কোয়াডের বাকি সদস্যরা। এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, রেজাউর রহমান রাজা ও মাহমুদুল হাসান জয়। মাহমুদুল হাসান জয় বলেন, ‘আমি আসলে একটু এক্সাইটেড। কারণ এটা আমার প্রথম ট্যুর, আমি অনূর্ধ্ব-১৯ এ থাকার সময়ও যাইনি। তাই জাতীয় দলের এটা আমার প্রথম ট্যুর। কিন্তু আমরা অনেকদিন আগে যাচ্ছি তাই চেষ্টা থাকবে সেখানের আবহাওয়ার সঙ্গে এডজাস্ট করে ভালো কিছু করার।
অ্যান্টিগায় আগামী ১৬ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট। তার আগে তিন-চার বহরে ওয়েস্ট ইন্ডিজ যাবার কথা ছিল জাতীয় দলের। ঠিক তাই যাচ্ছে। একই ফ্লাইটে টিকিট না মেলায় ছোট ছোট বহরে ভাগ হয়েই এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখবে জাতীয় দলের বহর।