উইম্বলডনে শীর্ষ বাছাই জকোভিচ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২২, ০৭:৫৪ পিএম

উইম্বলডনে শীর্ষ বাছাই জকোভিচ

আগামী ২৭ জুন শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডন। এ আসরে চোটের কারণে খেলতে পারবেন না আলেকজান্ডার জেরেভও। ফলে উইম্বলডনে পুরুষ এককে যা প্রত্যাশা করা হয়েছিল সেটাই হল। শীর্ষ বাছাই হিসাবেই খেলতে নামছেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় বাছাই হয়েছেন রাফায়েল নাদাল। দু’জনে দুই অর্ধে রয়েছেন। তাই কোনও ভাবেই ফাইনালের আগে দুই তারকার দেখা হবে না।

কোভিড প্রতিষেধক না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জোকোভিচ। ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে হেরে যান নাদালের কাছে। গ্র্যান্ড স্ল্যাম জেতার লড়াইয়ে নাদালের থেকে পিছিয়ে পড়েন তিনি। ফলে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিততে তিনি যে মরিয়া থাকবেন তা বলাই বাহুল্য।

সোমবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন। গত তিন বার এই প্রতিযোগিতায় জিতেছেন। মাঝে ২০২০ সালে কোভিডের কারণে এই প্রতিযোগিতা হয়নি। ফলে টানা ২১টি ম্যাচ জিতে এ বারের উইম্বলডন খেলতে নামছেন জোকোভিচ। এই প্রতিযোগিতায় সাত বার ফাইনালে উঠে ছ’বারই জিতেছেন।

 

Link copied!