এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন তারকা আর্চার দিয়া সিদ্দিকী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০২:০২ পিএম

এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন তারকা আর্চার দিয়া সিদ্দিকী

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর ১১টি বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর ফলাফল প্রকাশ করা হয়।

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন আর্চার দিয়া সিদ্দিকী। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেছেন দেশের অন্যতম সেরা এই আর্চার।

আর্চার হিসেবে দেশকে নিয়মিতই পদক এনে দিচ্ছেন দিয়া। খেলায় ব্যস্ত সময় কাটিয়েও পড়াশোনায় যে পর্যাপ্ত সময় দিয়েছেন সেটাই বুঝিয়ে দিলেন তিনি। দুর্দান্ত ফলাফল দিয়ে চমকে দিলেন সবাইকে।

এত ভালো ফলের পর উচ্ছ্বসিত দিয়া জানান, ‘আমার এই ফলাফলে বেশি খুশি হয়েছেন আমার আব্বু ও আম্মু। কারণ, ওনারা চাইতেন আমি যেন ডাক্তার হতে পারি। কিন্তু খেলাধুলায় এসে তাঁদের সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। এবার জিপিএ–৫ পেয়ে তাঁদের মুখে হাসি ফুটিয়েছি।’

টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পেই বছরের বেশির ভাগ সময় থাকতে হয় দিয়াকে। আর দেশের বাইরে টুর্নামেন্ট থাকলে তখন পড়ার সুযোগটা খুব কমই পাওয়া যেত। তবুও পড়ার জন্য ঠিকই সময় বের করে নিতেন এই দেশসেরা আর্চার। 

পড়ার জন্য কিভাবে সময় বের করতেন সে নিয়ে দিয়া বলেন, ‘দেশের বাইরে খেলতে গেলে পড়াশোনা করার কোনো সুযোগ নেই। কিন্তু দেশে ফিরে ওই পড়াশোনাটুকু পুষিয়ে নেওয়ার চেষ্টা করতাম। পড়াশোনায় আমার ক্লান্তি নেই। একটু কষ্ট হলেও অনুশীলনের পর পড়তে বসতাম। আমার এত দিনের পরিশ্রমের ফল পেয়েছি। খুবই ভালো লাগছে।’

বাবাকে ফোন করে পরীক্ষার ফল জানালেও পরিবারের কাছে গিয়ে এই সুখের সময়টুকু কাটানোর সুযোগ পাচ্ছেন না দিয়া।  চীনের তাইপেতে আসন্ন এশিয়া কাপ স্টেজ ওয়ান টুর্নামেন্টের জন্য কাল জুনিয়র র‌্যাঙ্কিংয়ের বাছাইয়ে অংশ নিতে হবে তাঁকে। এ নিয়ে দিয়া বললেন, ‘আমি চেয়েছিলাম কাল বাড়িতে যাব। কিন্তু র‌্যাঙ্কিং টুর্নামেন্টের ট্রায়ালের কারণে হয়তো যাওয়া হবে না। এবার পুরোদমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে চাই।’

 

Link copied!