এএফসি কাপ : বসুন্ধরার অগ্নিপরীক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২২, ১২:৩২ এএম

এএফসি কাপ : বসুন্ধরার অগ্নিপরীক্ষা

মাজিয়া স্পোর্টসকে হারিয়ে এএফসি কাপে যাত্রাটা ভালই শুরু করেছে বসুন্ধরা কিংস। ডি-গ্রুপে আজ কলকাতার বিশ্ব ভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই বাংলার জনপ্রিয় দুই ক্লাব বসুন্ধরা কিংস ও এটিকে মোহনবাগান। যদিও এএফসির টুর্নামেন্টে মোহনবাগান ধাঁধা এখনো পার হতে পারেনি বাংলাদেশের কোনো ফুটবল ক্লাব।

এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের পর ২০০৪ সালে এএফসি কাপ শুরু হওয়ার পর থেকে এই দলটির বিপক্ষে জয় যেন অধরা বাংলাদেশি ক্লাবগুলোর কাছে। এএফসি কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আজ কি পারবে মোহনবাগান বাধা উতরাতে? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

এ বছর এএফসি কাপের প্লে-অফে এপ্রিলে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরেছিল আবাহনী লিমিটেড। ঢাকার আকাশী হলুদ শিবির হারলেও আজ তিন পয়েন্টের জন্যই মাঠে নামবে বসুন্ধরা কিংস। এবারের আসরের প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টসকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগাতে চান দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন। অন্যদিকে ইনজুরিতে জর্জরিত স্কোয়াড নিয়ে আজ কিংসের বিপক্ষে মাঠে নামবে মোহনবাগান। কারন চোটে পড়ায় এ ম্যাচে থাকছেন না মোহনবাগানের দুই ডিফেন্ডার তিরি ও সন্দেশ জিঙ্গান। মাঝমাঠে অনিশ্চিত আক্রমনের প্রানভ্রোমরা হুগো বোমোস। দিন চারেক আগে চোটপান এই ফরাসি ফুটবলার।

কেরালার বিপক্ষেও মাঠে নামতে পারেননি তিনি। ইনজুরির কারণে শুক্রবারও মূল দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি এই মিডফিল্ডার। স্বাভাবিকভাবেই প্রথম একাদশ গড়া নিয়ে সমস্যায় সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দোকে। সেই সঙ্গে প্রথম ম্যাচে কেরালার কাছে ৪-২ গোলে হার খানিকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাদেরকে। তাই মোহনবাগানকে হারানোর ভাল সুযোগ উঁকি দিচ্ছে কিংসের সামনে। বসুন্ধরার কোচ অস্কার ব্রুজেন বলেন, ‘কে আছে কে নেই সেটা আমার মাথায় নেই। আমার লক্ষ্য হচ্ছে তিন পয়েন্ট। সেটা পাবার জন্য মাঠে যা করার তাই করবো আমরা।’

Link copied!