এজাজের পারফেক্ট টেন

ক্রীড়া প্রতিবেদক

ডিসেম্বর ৪, ২০২১, ১০:১৯ পিএম

এজাজের পারফেক্ট টেন

একাই এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল। ভারত মুম্বাইয়ে (দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন) প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট। সবকটি উইকেট প্যাটেলের।

টেস্ট ক্রিকেটে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে একাই দশ উইকেট বা পারফেক্ট টেন অর্জন করলেন তিনি। এর আগে ১৯৫৬ সালে ইংল্যান্ডের জেমস লেকার এবং ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন অনিল কুম্বলে। রেকর্ড গড়া তিনজনই স্পিনার।

এজাজ ৪৭.৫ ওভারে ১১৯ রান দিয়ে ১০ উইকেট নেন। তার মেডেন ছিল ১২টি। 

মজার ব্যাপার হচ্ছে এই এজাজের পূর্ব পুরুষ মুম্বাইয়ের। সেই মাঠেই এমন কীর্তি গড়লেন তিনি। প্রথম টেস্টটি ড্র হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৬২ রানে অলআউট হয়েছে। নিউজিল্যান্ডকে ফলোয়নে না ফেলে ভারত আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। 

 

Link copied!