এমবাপ্পেকে ছাপিয়ে বেনজেমার রাজত্ব

ক্রীড়া ডেস্ক

মার্চ ১০, ২০২২, ০৯:৪৬ এএম

এমবাপ্পেকে ছাপিয়ে বেনজেমার রাজত্ব

থ্রিলার! থ্রিলার!! থ্রিলার!!!

ক্ষণে ক্ষণে রঙ বদলানো ভয়ঙ্কর নাটকীয় ম্যাচের শিরোনাম এটাই হওয়া উচিত ছিল। সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পের প্রথমার্ধের রাজত্ব দেখে কে ভেবেছিল করিম বেনজেমা ঘুম থেকে ওভাবে জেগে উঠবেন। আর একাই তিন গোল দিয়ে হারিয়ে দিলেন নেইমার-মেসি-এমবাপ্পের পিএসজিকে। শেষ ষোলোর এ ম্যাচে ৩-১ গোলে জিতেছে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ২ লেগে ৩-২ ব্যবধানে জিতে চলে গেছে কোয়ার্টার ফাইনালে।

প্যারিসে প্রথম লেগে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল পিএসজি। এই লেগেও আবার এমবাপ্পে গোল করেন। তবে দলকে কোয়ার্টার ফাইনালে নিতে পারলেন না।  

প্রথমার্ধে ভয়ঙ্কর হয়ে আসে পিএসজি। এমবাপ্পের ঝড়ে টালমাটাল ছিল রিয়াল মাদ্রিদ। অফ সাইডে গোলও বাতিল হয়। কিন্তু ৩৯ মিনিটে দুর্দান্ত গতিতে ছুটে গিয়ে গোল করেন ফরাসি এই বিশ্বচ্যাম্পিয়ন। এছাড়া কিছু গোলের সুযোগ হাতছাড়াও করেছে। 

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ যেন ছন্দ খুঁজে পায়। ৬১ মিনিটে ব্যাক পাস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন পিএসজির ইতালিয়ান গোলকিপার ডোনারুমা। তার পা থেকে বল ছুঁটে যায় বেনজেমার কাছে। তিনি গোল করতে সফল হন। ৭৬ মিনিটে আবারো এমবাপ্পে অসাধারণ গোল করে দলকে এগিয়ে দেন। দুই লেগ মিলিয়ে তখন স্কোর ২-২। ৭৮ মিনিটে জয়সূচক গোলটি করে উচ্ছ্বাসে ফেটে পরেন। মেসি ও নেইমার এদিন পুরো নিস্প্রাণ ছিলেন। 

Link copied!