জুলাই ৩, ২০২৩, ০৯:০৮ এএম
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এখন ঢাকায়। বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটে তিনি এসে পৌঁছান। এরপর কড়া নিরাপত্তায় তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়।
১১ ঘণ্টা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন মার্টিনেজ। প্রধানমন্ত্রী সোমবার দুপুর ২টায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্টিনেজের সঙ্গে। রোববার এই তথ্য জানা গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের কাছ থেকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে বাড্ডার প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সটের কার্যালয়ে যাবেন মার্টিনেজ। ফান্ডেডনেক্সট ডিজিটাল বিজনেস গ্রুপ নেক্সট ভেঞ্চারের একটি প্রতিষ্ঠান। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি মূলত বাংলাদেশে মার্টিনেজের আগমনের স্পন্সর। ফান্ডেডনেক্সটের কার্যালয়ে তাদের কর্মকর্তাদের সঙ্গে কয়েক ঘণ্টা সময় কাটাবেন মার্টিনেজ।
একটি বিশেষ অনুষ্ঠানে মাশরাফিও উপস্থিত থাকবেন। যিনি নিজে ফুটবলে আর্জেন্টিনার ভক্ত। আইসিটি স্টেট মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক উপস্থিত থাকবেন সোমবার।