আগস্ট ১, ২০২৩, ০৬:৩৭ পিএম
শ্রীলংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) ম্যাচে সোমবার মুখোমুখি হয় গল টাইটানস বনাম ডাম্বুলা আরোরা।
ম্যাচের মাঝ পথে মাঠে ঢুকে পড়ে বড় একটি সাপ। সেই সময় বোলিং করতে এসেছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ের সময় সাপ দেখে তিনি থেমে যান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে সাপ প্রবেশের ওই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করেই এলপিএলের পেজে ক্যাপশন দেওয়া হয় -এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলংকান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না!
চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপ। তখন বোলিং চালিয়ে যান সাকিব।
২০১৮ সালের নিদাহাস ট্রফির কথা নিশ্চয়ই মনে আছে ক্রিকেটপ্রেমীদর? বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় এই সিরিজে তোলপাড় হয়েছিল। বিখ্যাত হয়ে গিয়েছিল মুশফিকুর রহিমের ‘নাগিন নৃত্য’। যদিও এই নাচের ‘আবিষ্কারক’ ছিলেন নাজমুল হোসেন অপু। সেই সিরিজের কয়েকটি ম্যাচ এতটাই উত্তাপ ছড়িয়েছিল যে ক্রিকেটার থেকে শুরু করে বোর্ডের সদস্য, এমনকি ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারও নাগিন নৃত্য দেখিয়েছিলেন!
পাঁচ বছর পর সেই নাগিন নাচের কথা মনে পড়ল ভারতের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিকের। তিনি সাপ প্রবেশের ভিডিওটি শেয়ার করে টুইটারে লিখেছেন, ‘নাগিন ফিরে এসেছে।
আমি ভেবেছিলাম বাংলাদেশে!’ এরপর কিছু হাসির ইমো দিয়েছেন কার্তিক। হ্যাশট্যাগে লিখেছেন ‘নাগিনড্যান্স’ আর ‘নিদাহাসট্রফি’।