ওমানের কাছে ৩ গোল হজম বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২১, ০৬:৫৮ এএম

ওমানের কাছে ৩ গোল হজম বাংলাদেশের

দোহায় বাংলাদেশকে ৩-০ গোলে হারাল ওমান। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই হতাশায় শেষ করলেন লাল সবুজ জার্সিধারীরা। মাত্র ২টি পয়েন্ট নিয়ে দেশে ফিরবেন তারা। 

বাছাই পর্বে মোট ৮ ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন ২ পয়েন্ট। বাংলাদেশের সাফল্য আফগানিস্তান ও ভারতের বিপক্ষে। এ দুই প্রতিপক্ষের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। বাকি ম্যাচগুলোতে হারের স্বাদ পেতে হয়েছে।

খেলার ২২ মিনিটে প্রথম গোল হজম করে লাল-সবুজের জার্সিধারীরা। মোহাম্মদ আল ঘাফরি গোল করেন। প্রথমার্ধে গোল শোধ করতে পারেননি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরও গোল হজম করে জেমি ডে’র দলটি। ৬১ মিনিটে খালিদ খলিফা আল হাজরি ওমানকে ২-০ গোলে এগিয়ে দেন। ৮১ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটিও করেন হাজরি।

 

 

Link copied!