টেস্ট উইকেট শিকারে স্বদেশী পেস কিংবদন্তী পেসার কপিল দেবকে ছাড়িয়ে গেলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মোহালিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ কপিল দেবের ৪৩৪ উইকটেকে ছাড়িয়ে যান তিনি।
ম্যাচের তৃতীয় দিনে চারিথ আসালাঙ্কাকে ২০ রানে ফিরিয়ে দিয়ে ৪৩৫ উইকেটের নতুন মাইলফলকে পৌঁছান অফ স্পিনার অশ্বিন। মোট ৪৩৬ উইকেট নিয়ে তিনি টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর স্থান দখল করেছেন। এই তালিকায় ৬১৯ উইকেট নিয়ে সবার উপড়ে আছেন স্পিন কিংবদন্তী অনিল কুম্বলে।
এদিকে রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুন্যে সাবেক অধিনায়ক বিরাট কোহলির শততম টেস্টে বড় জয় পেলো ভারতীয় ক্রিকেট দল। কোহলির শততম টেস্টে মোহালিতে তিন দিনেই সফরকারী শ্রীলংকাকে ইনিংস ও ২২২ রানে হারিয়েছে ভারত। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।