কাতার বিশ্বকাপ: ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের ফাইনাল হচ্ছে না

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২২, ১২:২২ পিএম

কাতার বিশ্বকাপ: ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের ফাইনাল হচ্ছে না

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল স্বপ্নের ফাইনাল হচ্ছে না। এ নিয়ে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে আর্জেন্টিনা। কারণ, খুব বেশি কঠিন গ্রুপে পড়েনি ম্যারাডোনার দেশ। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরবের বিপক্ষে লড়তে হবে মেসিদের। 

ফাইনালে দেখা হচ্ছে না মেই-নেইমারের

 ফাইনালে দেখা হচ্ছে না মেই-নেইমারেরফাইল ছবি: এএফপি

তবে মঞ্চটা যেহেতু বিশ্বকাপের, কাগজে-কলমে সহজ মনে হলেও নিজেদের দিনে আর্জেন্টিনাকে কঠিন সময় উপহার দেওয়ার সামর্থ্য প্রতিটি দলেরই আছে। এমনিতে তো তারা বাছাই পর্ব পেরিয়ে ফুটবলের সর্বোচ্চ মঞ্চ পর্যন্ত আসেনি তারা।

গ্রুপ ‘সি’তে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের জায়গা হয়েছে ‘জি’ গ্রুপে
গ্রুপ ‘সি’তে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের জায়গা হয়েছে ‘জি’ গ্রুপে
ফাইল ছবি: রয়টার্স 

গ্রুপ পর্বে তিন ম্যাচে প্রত্যাশিত ফলাফল যদি মেলে পরের রাউন্ডে না হয় ওঠা যাবে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ওঠাই কি আর্জেন্টিনার লক্ষ্য? মোটেও নয়। আর্জেন্টিনার লক্ষ্য থাকে বিশ্বকাপ জয়। আর বিশ্বকাপ জিততে হলে যেকোনো দলকে হারানোর সামর্থ্য থাকতে হয়। আর্জেন্টিনার কঠিন প্রতিপক্ষদের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল অন্যতম। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আর্জেন্টিনার দ্বৈরথ বহু আগে থেকেই ফুটবল–ঐতিহ্যের অংশ। গোটা বিশ্ব মুখিয়ে থাকে এই ক্লাসিক ফুটবল লড়াই দেখার জন্য।

গ্রুপ ‘সি’তে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ তাদের মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ড। ব্রাজিলের জায়গা হয়েছে ‘জি’ গ্রুপে। এখানে ব্রাজিলের সাথে গ্রুপসঙ্গী হিসেবে থাকছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

এতকিছু ছাপিয়ে বিশ্বকাপ ড্রয়ের পর যে কথাটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তা হল—ব্রাজিল ও আর্জেন্টিনা কি আদৌ বিশ্বকাপের কোনো পর্যায়ে মুখোমুখি হবে? হলে সেটা কখন? ড্রয়ের পর হিসাবনিকাশ চলছে বেশুমার। সেই হিসাবের চুলচেরা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মেসি-নেইমারদের স্বপ্নের ফাইনাল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই!

কোপায় আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের সম্ভাবনা

তবে ফাইনালে দুই দল মুখোমুখি না হলেও সেমিতে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে তুমুল। ব্রাজিল ও আর্জেন্টিনা যদি নিজ নিজ গ্রুপে সেরা দল হিসেবে পরের রাউন্ডে ওঠে, এরপর দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালেও যদি নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে সেমিতে উঠতে পারে, তাহলেই সেমিতে মুখোমুখি হবে দুই দল। সেটি হলেও ফাইনালে তাদের মধ্যে যে কোনো একটি দলকেই যেতে হবে।

ব্রাজিল ও আর্জেন্টিনা—দুই দলই ড্রয়ে একে-অপরের বিপরীত দিকে পড়েছিল। যে কারণে নিশ্চিত ছিল কোয়ার্টার ফাইনালের আগপর্যন্ত এই দুই দল মুখোমুখি হবে না। তবে লাতিন আমেরিকার দুই পরাক্রমশালী দল যত পরে মুখোমুখি হবে, বিশ্বকাপের আকর্ষণ ততই বাড়বে। এখন দেখা যাক, লাতিন ফুটবলের দুই শক্তি এবারের বিশ্বকাপ আসরে কতটা বিশ্ব কাঁপায়, সেটি দেখার অপেক্ষা।

বেজে উঠেছে ফুটবল দামামা

 
কবে কোন দলের ম্যাচ। বাংলাদেশ সময় কখন হবে সে ম্যাচগুলো।
 
দিন/সময় ম্যাচ
২১ নভেম্বর বিকেল ৪টা কাতার-ইকুয়েডর
২১ নভেম্বর সন্ধ্যা ৭টা ইংল্যান্ড-ইরান
২১ নভেম্বর রাত ১০টা সেনেগাল-নেদারল্যান্ডস
২১ নভেম্বর রাত ১টা যুক্তরাষ্ট্র-ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন
২২ নভেম্বর বিকেল ৪টা ডেনমার্ক-তিউনিসিয়া
২২ নভেম্বর সন্ধ্যা ৭টা ফ্রান্স-পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত
২২ নভেম্বর রাত ১০টা মেক্সিকো-পোল্যান্ড
২২ নভেম্বর রাত ১টা আর্জেন্টিনা-সৌদি আরব
২৩ নভেম্বর বিকেল ৪টা স্পেন-কোস্টারিকা/নিউজিল্যান্ড
২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা বেলজিয়াম-কানাডা
২৩ নভেম্বর রাত ১০টা জার্মানি-জাপান
২৩ নভেম্বর রাত ১টা মেক্সিকো-ক্রোয়েশিয়া
২৪ নভেম্বর বিকেল ৪টা উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া
২৪ নভেম্বর সন্ধ্যা ৭টা পর্তুগাল-ঘানা
২৪ নভেম্বর রাত ১০টা সুইজারল্যান্ড-ক্যামেরুন
২৪ নভেম্বর রাত ১টা ব্রাজিল-সার্বিয়া
২৫ নভেম্বর বিকেল ৪টা ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র
২৫ নভেম্বর সন্ধ্যা ৭টা কাতার-সেনেগাল
২৫ নভেম্বর রাত ১০টা ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইরান
২৫ নভেম্বর রাত ১টা নেদারল্যান্ডস-ইকুয়েডর
২৬ নভেম্বর বিকেল ৪টা পোল্যান্ড-সৌদি আরব
২৬ নভেম্বর সন্ধ্যা ৭টা আর্জেন্টিনা-মেক্সিকো
২৬ নভেম্বর রাত ১০টা

তিউনিসিয়া-পেরু/অস্ট্রেলিয়া/

আমিরাত

২৬ নভেম্বর রাত ১টা ফ্রান্স-ডেনমার্ক
গ্রুপ পর্বের বাকি অংশ:
২৭ নভেম্বর বিকেল ৪টা বেলজিয়াম-মরক্কো
২৭ নভেম্বর সন্ধ্যা ৭টা স্পেন-জার্মানি
২৭ নভেম্বর রাত ১০টা ক্রোয়েশিয়া-কানাডা
২৭ নভেম্বর রাত ১টা জাপান-কোস্টারিকা/নিউজিল্যান্ড
২৮ নভেম্বর বিকেল ৪টা ব্রাজিল-সুইহজারল্যান্ড
২৮ নভেম্বর সন্ধ্যা ৭টা দক্ষিণ আফ্রিকা-ঘানা
২৮ নভেম্বর রাত ১০টা ক্যামেরুন-সার্বিয়া
২৮ নভেম্বর রাত ১টা পর্তুগাল-উরুগুয়ে
২৯ নভেম্বর বিকেল ৪টা নেদারল্যান্ডস-কাতার
২৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইংল্যান্ড
২৯ নভেম্বর রাত ১০টা ইকুয়েডর-সেনেগাল
২৯ নভেম্বর রাত ১টা ইরান-যুক্তরাষ্ট্র
৩০ নভেম্বর বিকেল ৪টা তিউনিসিয়া-ফ্রান্স
৩০ নভেম্বর সন্ধ্যা ৭টা সৌদি আরব-মেক্সিকো
৩০ নভেম্বর রাত ১০টা পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত-ডেনমার্ক
৩০ নভেম্বর রাত ১টা পোল্যান্ড-মরক্কো
১ ডিসেম্বর বিকেল ৪টা জাপান-স্পেন
১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ক্রোয়েশিয়া-বেলজিয়াম
১ ডিসেম্বর রাত ১০টা কোস্টারিকা/নিউজিল্যান্ড-জার্মানি
১ ডিসেম্বর রাত ১টা কানাডা-মরক্কো
২ ডিসেম্বর বিকেল ৪টা দক্ষিণ আফ্রিকা-পর্তুগাল
২ ডিসেম্বর সন্ধ্যা ৭টা সার্বিয়া-সুইজারল্যান্ড
২ ডিসেম্বর রাত ১০টা ঘানা-উরুগুয়ে
২ ডিসেম্বর রাত ১টা ক্যামেরুন-ব্রাজিল
নক আউট পর্ব:
শেষ ষোলো
৩ ডিসেম্বর রাত ৯টা
৩ ডিসেম্বর রাত ১টা
৪ ডিসেম্বর রাত ৯টা
৪ ডিসেম্বর রাত ১টা
৫ ডিসেম্বর রাত ৯টা
৫ ডিসেম্বর রাত ১টা
৬ ডিসেম্বর রাত ৯টা
৬ ডিসেম্বর রাত ১টা
কোয়ার্টার ফাইনাল
৯ ডিসেম্বর রাত ৯টা
৯ ডিসেম্বর রাত ১টা
১০ ডিসেম্বর রাত ৯টা
১০ ডিসেম্বর রাত ১টা
সেমিফাইনাল
১৩ ডিসেম্বর রাত ১টা
১৪ ডিসেম্বর রাত ১টা
তৃতীয় স্থান
১৭ ডিসেম্বর রাত ৯টা
ফাইনাল
১৮ ডিসেম্বর রাত ৯টা
Link copied!