কাতার বিশ্বকাপ ২০২২ ড্র সম্পন্ন : জার্মানি ও স্পেন এক গ্রুপে

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ২, ২০২২, ০৫:২৫ এএম

কাতার বিশ্বকাপ ২০২২ ড্র সম্পন্ন : জার্মানি ও স্পেন এক গ্রুপে

কাতারের দোহায় শেষ হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২২ সালের ড্র। নানা আয়োজনে শেষ হয়েছে। ৩২টি দল এই বিশ্বকাপে অংশ নেবে। ২৯টি দল এখন পর্যন্ত নিশ্চিত করেছে। জুনে বাকি ৩টি দলের নাম পাওয়া যাবে। কাতার স্বাগতিক। উদ্ধোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর।  নভেম্বরে শুরু হয়ে বিশ্বকাপ শেষ হবে ডিসেম্বরে।

 

বিশ্বকাপ ফুটবল ২০২২ গ্রুপ 

গ্রুপ এ

কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

 

গ্রুপ বি

ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।

 

গ্রুপ সি

আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

 

গ্রুপ ডি

ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমির।

 

গ্রুপ ই

স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড।

 

গ্রুপ এফ

বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

 

গ্রুপ জি

ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

 

গ্রুপ এইচ

পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

 

 

 

 

Link copied!