কাতার বিশ্বকাপে হেরে শোকাহত ফ্রান্সে গুলি করে ফুটবলারকে হত্যা

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২২, ০৪:২৫ এএম

কাতার বিশ্বকাপে হেরে শোকাহত ফ্রান্সে গুলি করে ফুটবলারকে হত্যা

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহ পার হয়ে গেল। ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের শোক এখনো ভুলতে পারেনি ফ্রান্সবাসী। এর মধ্যেই বড়দিনের ঠিক দু’দিন আগে গুলি করে হত্যা করা হলো এক ফুটবলারকে। ফ্রান্সের মার্সেই শহরের একটি এলাকায় শুক্রবারে আদেল সান্তানা মেন্ডি (২২) নামের ওই ফুটবলারকে গুলি করা হয়।

চলতি বছরের জুন মাসে ফ্রান্সের ঘরোয়া লিগের চতুর্থ ডিভিশনের ক্লাব ওবানিয়াতে যোগ দিয়েছিলেন এই ফুটবলার। ক্লাব ওবানিয়া সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছে, 'বিরাট একটা শূন্যস্থান তৈরি হল। আদেল বরাবর আমাদের একজনই থাকবে। ওর পরিবারকে সমবেদনা।'

মার্সেইয়ের যুব অ্যাকাডেমি থেকে যাত্রা শুরু করে ইংল্যান্ডের ক্লাব ইস্টবোর্ন এবং ল্যাংনেতে খেলেছেন আদেল। এ ছাড়া অ্যান্ডোরার বেশ কিছু ক্লাবে খেলেছেন তিনি। জন্ম ফ্রান্সে হলেও আদেলের বাবা-মা সেনেগালের। 

এতদিন ফ্রান্সের ছোটখাটো ফুটবল ক্লাবে খেলা আদেলের স্বপ্ন ছিল বড় ক্লাবে খেলার। এর মধ্যেই কী কারণে তাঁকে হত্যা করা হলো সেটা এখনও জানা যায়নি। খবর ছড়িয়ে পড়তেই ফুটবলের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। 

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর থেকে ফ্রান্সের রাস্তায় রাস্তায় চলতে থাকে সমর্থকদের বিক্ষোভ। হার না মানতে পারা সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশ। পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। প্যারিসসহ ফ্রান্সের অন্যান্য শহরে চলা বিক্ষোভ ও উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে পুলিশের লাঠিচার্জের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।

এরপর গত শুক্রবার আবারও অশান্ত হয়ে ওঠে প্যারিস। মধ্য প্যারিসের গার দ্য লে স্টেশন লাগোয়া কুর্দিস সাংস্কৃতিক কেন্দ্রের কাছে একটি রেস্তোরা এবং স্যালনে ৬৯ বছরের এক বৃদ্ধের গুলিতে তিন জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। তার পরেই অবশ্য আততায়ী ৬৯ বছরের বৃদ্ধকে ধরে ফেলে পুলিশ। ওই বৃদ্ধ পুলিশের কাছে স্বীকার করেন যে তিনি বিদ্বেষমূলক ভাবনা থেকেই গুলি চালিয়েছিলেন। মৃত তিন জনই কুর্দ সম্প্রদায়ের। হত্যাকারী ওই বৃদ্ধ ফ্রান্সে ‘বিদেশি’দের উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছিলেন। এর আগেও বিদ্বেষমূলক হামলা চালানোর অভিযোগে জেলেও যেতে হয়েছে অভিযুক্ত বৃদ্ধকে। জেল থেকে বেরোনোর পরের দিনই বন্দুক নিয়ে তিন জনকে হত্যা করেন ওই প্রাক্তন ট্রেন চালক।

Link copied!