আবাহনীর হয়ে ১৪ ম্যাচ খেলে ২২ উইকেটের পাশাপাশি করেছেন ২৭০ রানও। তার এমন পারফরম্যান্সে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে ডাক পান সাইফউদ্দিন।
সে উদ্দেশ্যে পেসার তাসকিনের সঙ্গে ২৪ জুন দেশ ছাড়ার কথা ছিল তার। কিন্তু সেই ইনজুরি বাধ সাধল। বিমানে ওঠার আগেই উইন্ডিজ সফর থেকে ছিটকে পড়লেন সাইফউদ্দিন।
সাইফউদ্দিনের ছিটকে পড়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাইফউদ্দিনের বোলিং ফিটনেস নেই বলেই এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, পিঠের চোট এখনো ভালো না হয়নি তার। টানা বল করতে পারছেন না তিনি। বল করার পর চোটের জায়গায় ব্যথা পাচ্ছেন। এ জন্য তাকে নিয়ে আর ঝুঁকিতে যেতে চাচ্ছে না বোর্ড।