ক্রাইস্টচার্চে বাংলাদেশ ক্রিকেট দল কোয়ারেন্টিনে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২১, ০৬:৫৮ পিএম

ক্রাইস্টচার্চে বাংলাদেশ ক্রিকেট দল কোয়ারেন্টিনে

নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ টেস্ট দল। শুক্রবার ভোরে মুমিনুল হকের দল ক্রাইস্টচার্চে পৌঁছেই ৭ দিনের কোয়ারেন্টাইন শুরু করেছে। কোয়ারেন্টাইন শেষে করোনাভাইরাসা নেগেটিভ হওয়ার পর অনুশীলন শুরু করতে পারবে পুরো দল। 

শুক্রবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ দলের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়য় মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। 

এর আগে ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউ জিল্যান্ডের উদ্দেশে রওনা দেন ক্রিকেটাররা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বারের মতো নিউ জিল্যান্ডে যাচ্ছে জাতীয় দল। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলতে সেখানে গিয়েছিল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল। এবার শুধু দুটি টেস্ট খেলবে দুই দল।

নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দল। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। নিউ জিল্যান্ডে কঠোর কোয়ারেন্টাইন প্রটোকলের কারণে বাংলাদেশকে আগেভাগে যেতে হয়েছে। 

 

বাংলাদেশ দল: মুমিনুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি,  মুশফিকুর রহিম, লিটন কুমার, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

Link copied!