করোনা মহামারীতে ক্রিকেট বিশ্বের অনেক বোর্ডের আর্থিক পরিস্থিতি ভাল নয়। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বর্তমানে ৯০০ কোটি টাকার এফডিআর রয়েছে দাবি করেছেন প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক মরহুম আফজালুর রহমান সিনহা’র (কায়সার সিনহা) পরিবারের পৃষ্ঠপোষকতায় এ বছরের শেষভাগে “কায়সার সিনহা সংগঠক সম্মাননা”প্রদান করবে বিএসপিএ। ঢাকা ক্লাবে আজ এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এই অনুষ্ঠানে বিসিবি প্রেসিডেন্ট আর্থিক পরিস্থিতির কথা জানান।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আবাহনী পরিচালক, বিসিবির সাবেক পরিচালক, বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান এবং বিসিবি ফিন্যান্স কমিটির প্রধান প্রয়াত আফজালুর রহমান সিনহার স্মৃতিচারণ বক্তব্যে পাপন বলেন, ‘দিনকে দিন বোর্ডের খরচ অনেক বেড়েছে। জাতীয় দলের একঝাক বিদেশি কোচিং স্টাফের মোটা অংকের বেতন, সাথে আনুষাঙ্গিক খরচও আছে। তারপরও বিসিবির অর্থনৈতিক ভিত মজবুত। এখনও আমাদের ৯০০ কোটি টাকা এফডিআর আছে।’