ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্যাটার পরস্পরকে ক্রস করলে নতুন ব্যাটসম্যান নন-স্ট্রাইকার প্রান্তে এসে দাঁড়াতেন। তবে এবার থেকে উঠে যাচ্ছে সেই নিয়ম। নতুন নিয়মে কোনো ব্যাটসম্যান ক্যাচ আউট হলে নতুন ব্যাটারকে সরাসরি এসে স্ট্রাইক নিতে হবে। ক্রস করার বিষয়টি আর প্রযোজ্য থাকছে না।
একমাত্র ওভারের শেষ বলে ব্যাটসম্যান ক্যাচ আউট হলে স্বাভাবিকভাবে যেমন বোলিং প্রান্ত বদল হয়, সে ক্ষেত্রে নতুন ব্যাটসম্যান নন-স্ট্রাইকার প্রান্ত থেকে নিজের ইনিংস শুরু করবেন। ক্যাচ-আউটের সময় দুই ব্যাটসম্যানের প্রান্ত বদলের বিষয়টিসহ আরও বেশ কয়েকটি নিয়ম বদলের বিষয়টি মঙ্গলবার (৮ মার্চ) এমসিসির বৈঠকে প্রাথমিকভাবে স্বীকৃতি পেয়েছে। জানা গেছে, চলতি বছরের অক্টোবর থেকেই কার্যকর হতে যাচ্ছে নিয়মগুলো।
এমসিসির নতুন এ নিয়ম বদলের আগেই অবশ্য ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট হান্ড্রেডে এ নিয়ম চালু রয়েছে। ধারণা করা হচ্ছে, সেটি দেখেই এবার আইসিসি নিয়মটি চালু করতে যাচ্ছে।
এদিকে ইতি ঘটতে যাচ্ছে মানকাডিং বিতর্কেও। জানা গেছে, মানকাডিংকে স্বাভাবিক রান-আউটের স্বীকৃতি দিতে চলছে এমসিসি। অর্থাৎ এখন থেকে নন-স্ট্রাইকার ব্যাটসম্যানকে ডেলিভারির আগেই বোলার রান-আউট করলে তা অবৈধ বা স্পিরিট-বিরোধী বলে চিহ্নিত করা যাবে না। বরং ব্যাটসম্যান রান-আউট হয়েছেন বলে স্বীকৃত হবে স্বাভাবিক নিয়মেই।