খালেদের রেকর্ড, দক্ষিণ আফ্রিকা ৩৬৭ রানে অলআউট

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ২, ২০২২, ০১:০৮ এএম

খালেদের রেকর্ড, দক্ষিণ আফ্রিকা ৩৬৭ রানে অলআউট

 

প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে আরো কম রানে বেঁধে রাখার সুযোগ ছিল। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান হার্মার। নবম উইকেটে উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ৩৪ ও শেষ উইকেটে অলিভিয়েরকে সঙ্গে নিয়ে ৩৫ রান যোগ করেন তিনি। 

মিরাজের ঘূর্ণিতে ১২১তম ওভারের শেষ বলে অলিভিয়ের এলবিডব্লিউ হয়ে আউট হলে ভাঙে জুটি, অলআউট হয় স্বাগতিকরা। রিভিউ নিয়েছিলেন কিন্তু কাজে আসেনি। ১২ রান করেন অলিভিয়ের। হার্মার অপরাজিত ছিলেন ৩৫ রানে। 

৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা, আজ দিনে তারা ১৩৪ রান যোগ করে ৬ উইকেট হারিয়ে। সর্বোচ্চ ৯৩ রান করেন বাভুমা। ৬৭ রান করেন ডিন এলগার। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন খালেদ আহমেদ। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশি কোনো পেসারের এটি রেকর্ড গড়া বোলিং। ৩ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে। ১ উইকেটে ২৫ রান তাদের। 

 

Link copied!