খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৬, ২০২১, ০৪:০৭ এএম

খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা মাহমুদউল্লাহ

খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা করদাতাদের ট্যাক্সকার্ড ও সম্মাননা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়।

ট্যাক্স কার্ড ও সম্মাননা পাওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাসে মাহমুদুল্লাহ এসব জানান। ফেসবুকে তিনি লেখেন, এই পুরস্কার পেয়ে সম্মানিত হয়েছি। এটা আমার জন্য খুশির বিষয়, ধন্যবাদ।

ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। চিকিৎসায় হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যা সুবিধা পাবেন।

এছাড়া স্ত্রী-স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা পাবেন। বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার এবং তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তারা।

Link copied!