টেলিভিশনে যারা সকালে চোখ রেখেছিলেন। তাদের অনেকে অবাক হন। অ্যাশেজের চতুর্থ দিনের খেলা দেখা যাচ্ছে না। বিদ্যুৎ চলে গেছে ব্রিসবেনে। ফলে অনেকক্ষণ খেলা সম্প্রচার বন্ধ ছিল! আর এর মধ্যে অস্ট্রেলিয়া ম্যাচ ও জিতে নিয়েছে। জয়ের জন্য ২০ রান টার্গেট ছিল তাদের। প্রায় ১দিন ও আধা বেলা হাতে রেখে অস্ট্রেলিয়া ৯ উইকেটে জিতে ৫ টেস্টের সিরিজে ১-০ তে লিড নিয়েছে।
ডেভিড মালান ও অধিনায়ক জো রুটের ব্যাটিং নৈপুন্যে তৃতীয় দিন শেষে (গতকাল) ২ উইকেটে ২২০ রান করেছিল ইংলিশরা। ৮ উইকেট হাতে নিয়ে এখন ৫৮ রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ১৪৭ রানের জবাবের আগে ট্রাভিস হেডের ১৫২ রানে ভর করে প্রথম ইনিংস ৪২৫ রান করে অস্ট্রেলিয়া।
আজ সকালে মালান ৮২ ও রুট ৮৯ রানে ফেরেন। এরপর বড় কোনো স্কোর ইংল্যান্ডের কেউ করতে পারেনি। ফলে হেরে যেতে হয়েছে। বেন স্টোকস ১৪, বাটলার ২৩ ও ওকস ১৬ রানে আউট হয়েছেন। ইংল্যান্ড লিড বড় করতে পারেনি।
অস্ট্রেলিয়ার নাথান লায়ন ৯১ রানে ৪ উইকেট পেয়েছেন। টেস্টে ৪০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১টি উইকেট হারিয়েছে। অ্যালেক্স ক্যারি ৯ রানে প্যাভিলিয়নে ফেরেন। মার্কাস হ্যারিস (৯) ও লাবুসেন (০) জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ম্যাচ সেরা হন ট্রেভিস হেড।
অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে।