ডিসেম্বর ১২, ২০২২, ০৩:৪৩ পিএম
পোশাকের জন্য আলোচনায় এসেছেন ক্রোয়েশিয়ার মডেল ইভানা নল। এবার এই পোশাকের জন্যই বিপাকে তিনি। ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল ম্যাচে তাঁকে পোশাকের জন্য বের করে দিচ্ছিলেন নিরাপত্তাকর্মীরা।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, তাঁকে দর্শকের সঙ্গে সেলফি তুলতে দেওয়া হয়নি। এমনকি নিজের স্থান থেকে উঠতেও নিষেধ করেছে নিরাপত্তাকর্মীরা।
এই বিশ্বকাপ শুরুর আগেই আলোচনা ছিল বিশ্বকাপের বিভিন্ন নিয়মকানুন। যদিও বিশ্বকাপ শুরুর পর এসব বিষয়ে কাতার কর্তৃপক্ষ কিছুটা শিথিল রয়েছে। তবে কোয়ার্টার ফাইনালে গ্যালারিতে ঢুকতেই সেলফিপ্রেমীরা ইভানাকে জেঁকে ধরলে সেখানে বাধা দেন নিরাপত্তাকর্মী। নির্দিষ্ট স্থানে থাকে বসে থাকতে নির্দেশ দেয়। এতে ক্ষোভ প্রকাশ করে এই মডেল। এর আগেও বিশ্বকাপ নিয়ে কাতার কর্তৃপক্ষের নিয়মনীতির সমালোচনা করেন তিনি।
মূলত রক্ষণশীল দেশ হওয়ায় পোশাক নিয়ে আগে থেকেই নানা বিধিনিষেধের কথা জানিয়ে দিয়েছিলো আয়োজক দেশ। ক্রোয়েশিয়ার দ্বিতীয় ম্যাচ থেকে ইভানা নল তার স্বভাবসুলভ পোশাক পরলে বিপত্তির মুখে পড়েন।
এমনকি কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়ে ‘পোশাকবিধি’ না মানায় গ্রেপ্তারের ঝুঁকি তৈরী হয় ইভানার। অন্তত এমন খবরই শুরুতে দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যদিও সমালোচিত হওয়ার প্রথম দিন থেকেই ইভানা বলে আসছেন, পোশাকের কারণে গ্রেপ্তার হওয়া নিয়ে তিনি ভীত নন।