অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে শ্রীলংকা। এই রিপোর্ট লেখার সময় চা বিরতির খেলা শুরু হয়েছে। ৬ উইকেটে ৪৬৮ রান তুলেছে। ম্যাথুস ১২৬ ও ডিকওয়েলা ২ রানে খেলছিলেন। তখন লিড হয়েছে ১০৩ রানের।
চান্দিমাল ১২৪ রানে এবাদতের শিকার হন।
এর আগে ঢাকা টেস্টে লিড নিয়েছিল শ্রীলংকা। আজ লাঞ্চে যাওয়ার সময় ৪ রানের লিড ছিল। অ্যাঞ্জেলো ম্যাথুস তখন ৯৪ ও দিনেশ চান্দিমাল ৬২ রানে খেলছিলেন। টেস্টের চতুর্থ দিনেও সাবলীল খেলে চলেছে সফরকারীরা।
বাংলাদেশ এই টেস্টের প্রথম ইনিংসে ৩৬৫ রান করেছিল। মুশফিক ও লিটন সেঞ্চুরি করেছিলেন। আজ লাঞ্চ অবধি বাংলাদেশ শ্রীলংকার একটি উইকেটও তুলে নিতে পারেনি।
২ টেস্টের সিরিজ। প্রথমটি ড্রয়ে শেষ হয় ।