ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বে আর খেলা হচ্ছে না মিডফিল্ডার সোহেল রানার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। আজ তার হাতে এমআরআই ও এক্স-রে করানো হয়েছে। সেখানে চির ধরা পড়েছে। জানা গেছে, বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি দ্ইু ম্যাচ ভারত ও ওমানের বিপক্ষে খেলা হচ্ছে না সোহেল রানার।
রবিবার ডাক্তার জানিয়ে দেবেন কত দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। কাতারে বাছাই পর্বে খেলতে যাওযার আগেই চোট ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দলের বাইরে চলে যান বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
চোটের কারণে খেলতে পারছেন না নাবীব নেওয়াজ জীবন। ইনজুরির জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি বিশ্বনাথ ঘোষ। কাতার যাওয়ার আগে গোলকিপার আশরাফুল ইসলাম ও সাদউদ্দিন ইনজুরিতে পড়েন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে কাতার যেতে পারেননি মাহবুবুর রহমান সুফিল।